এ্যালোকেশন অব বিজনেস
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের Allocation of Business Among the Different Ministries and Divisions (Schedule I of the Rules of Business, 1996) অনুযায়ী প্রত্যেক সরকারি দপ্তরের ভিন্ন ভিন্ন দায়িত্ব রয়েছে। উল্লিখিত এ্যালোকেশন অব বিজনেস অনুসারে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এ্যালোকেশন অব বিজনেস নিম্নরূপ-
১। সমাজকল্যাণ সম্পর্কিত জাতীয় নীতি;
২। সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর সামাজিক উন্নয়নে সুনির্দিষ্ট প্রচেষ্টা;
৩। জাতীয় সমাজকল্যাণ পরিষদ;
৪। শিশুকল্যাণ ও সমাজকল্যাণ সংক্রান্ত বিষয়ে অপরাপর মন্ত্রণালয় ও বিভাগের সাথে সমন্বয় সাধন;
২৪ (ক) বিধবা ও স্বামী পরিত্যক্ত ও দুঃস্থ মহিলা ভাতা;
৫। স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ শিশু আইনের প্রশাসন;
৬। সমাজসেবা অধিদফতর সংক্রান্ত বিষয়াদি;
৭। স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমুহকে অনুদান;
৮। ভবঘুরে আইন, ভবঘুরে ও দুঃস্থ আশ্রয়কেন্দ্র এবং এতিমখানার প্রশাসন;
৯। প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, প্রশিক্ষণ ও পুনর্বাসন;
১০। ভিক্ষাবৃত্তি, ভবঘুরে, কিশোর অপরাধী এবং আফটার কেয়ার কার্যক্রম;
১১। প্রবেশন, প্যরোল এবং কারামুক্ত কয়েদীদের আফটার কেয়ার;
১২। সমাজকল্যাণ সংক্রান্ত সকল ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থাসমূহের সাথে যোগাযোগ ও চুক্তি;
১৩। জাতিসংঘ আন্তার্জাতিক জরুরী শিশু তহবিল (ইউনিসেফ) এবং প্রতিবন্ধী ব্যক্তি ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণ কার্যে সংশ্লিষ্ট অন্যান্য আন্তর্জাতিক সংস্থা/বৈদেশিক সংস্থা সংক্রান্ত;
১৪। আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে লিয়াজোঁ, এ মন্ত্রণালয়ের জন্য নির্ধারিত বিষয়ে সন্ধি এবং অন্যান্য দেশ ও আন্তর্জাতিক সংস্থার সাথে চুক্তি;
১৫। এ মন্ত্রণালয়ের জন্য নির্ধারিত যেকোন বিষয়ে তদন্ত ও পরিসংখ্যান;
১৬। আদালতে গৃহীত ফিস ব্যতীত এ মন্ত্রণালয়ের জন্য নির্ধারিত যেকোন বিষয়ের সাথে সম্পর্কিত ফিস।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস