Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

কী সেবা কীভাবে পাবেন

সামাজিক নিরাপত্তা কর্মসূচি:

 

১. বয়স্কভাতা - ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ বাস্তবায়ন কমিটির অনুমোদনের মাধ্যমে। ভাতাভোগীর বয়স পুরুষের ক্ষেত্রে কমপক্ষে ৬৫ বছর এবং মহিলার ক্ষেত্রে কমপক্ষে ৬২ বছর হতে হবে।

২. অস্বচ্ছল প্রতিবন্ধীভাতা- ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ বাস্তবায়ন কমিটির অনুমোদনের মাধ্যমে। 

৩.মুক্তিযোদ্ধা সম্মানীভাতা- উপজেলা পরিষদ এবং জেলা বাস্তবায়ন কমিটির অনুমোদনের মাধ্যমে।

৪.প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি- উপজেলা পরিষদ বাস্তবায়ন কমিটির অনুমোদনের মাধ্যমে।

৫.বিধবা ও স্বামী পরিত্যাক্তা দুঃস্থ মহিলাভাতা-ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ বাস্তবায়ন কমিটির অনুমোদনের মাধ্যমে।

 

৬.সুদমুক্ত ও ক্ষুদ্র ঋণ কার্যক্রম -

        1.পল্লী সমাজসেবা কার্যক্রম

        2.পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম

        3.এসিডদগ্ধ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রম প্রভৃতি বাস্তবায়নের জন উপজেলা পল্লি সমাজসেবা প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে অনুমোদন সাপেক্ষে নির্দির্ষ্ট স্কীমের বিপরীতে এসকল সুদমুক্ত ক্ষুদ্রেঋন বিতরন করা হয়।

৭. অন্যান্য কার্যক্রম-

        1.হাসপাতাল সমাজসেবা কার্যক্রম (উপজেলা রোগীকোল্যান সমিতি)

        2. নিবন্ধন কার্যক্রম

        3.বেসরকারী এতিমখানা ক্যাপিটেশন গ্রান্ট কার্যক্রম